গোপালগঞ্জে নকল মেহেদীর কারখানা উদ্ধার

0
25
নকল মেহেদী
গোপালগঞ্জে নকল মেহেদীর কারখানা উদ্ধার

আসন্ন ঈদকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরের সর্দি গ্রামে চলছিল নকল মেহেদী তৈরি ও বাজারজাতকরণের রমরমা ব্যবসা। দেশি বিদেশী নামী দামী নানান ব্রান্ডের নকল পণ্য বাজারজাত করছিল চক্রটি।

অনুমোদন ছাড়া গড়ে উঠা কারখানাটিতে মাসিক চুক্তিতে কাজ করছিল এলাকার কয়েকজন। যেখানে নানা ক্ষতিকর উপানান দিয়ে তৈরি করা হচ্ছিল মেহেদী।

সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে জব্দ করেন বিপুল পরিমান নকল মেহেদীসহ তৈরির সরঞ্জামাদি।

পরে নকল মেহেদী তৈরীর মালামাল ধ্বংসের পাশাপাশি ওই কারখানার মালিক নুরু মিয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের গোপালগঞ্জ অফিসের সহকারী পরিচালক শামীম হাসান জানান, পণ্যের নকল প্রস্তুত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে ৫০ ধারা অনুসারে অপরাধীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেহেদী কেনার আগে যাচাই বাছাই করার পরামর্শ দিয়েছে ভোক্তা অধিকার।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ আবু বক্কার