ভারতের গুজরাটে সিরিজ বোমা হামলার ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ১১ আসামিকে শোনানো হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের রায়। ১৪ বছর আগের হামলার ঘটনায় শুক্রবার আহমেদাবাদের বিশেষ আদালত এ রায় দেয়।
এ মামলায় প্রায় ৮০ জন আসামি বিচারাধীন ছিল। ২০০৮ সালে গুজরাট শহরের ওই সন্ত্রাসী হামলায় ৫৬ জন নিহত ও ২০০ জন আহত হন। খবর এনডিটিভির।
গত সপ্তাহেই ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেছিলো আদালত। যাদের সবারই সাজা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, স্টুডেন্টস মুভমেন্ট অব ইন্ডিয়া’র আলোচিত নেতা সাফদার নাগোরি। এছাড়া ২৮ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।
ইন্ডিয়ান মুজাহেদিনের সদস্যরা ২০০২ সালে গুজরাটের গোধরা পরবর্তী দাঙ্গার প্রতিশোধ হিসেবে ওই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে বলে অভিযোগ করা হয়। এই মামলার বিচার কাজ শুরু হয় ২০০৯ সালে।