গুচ্ছ পদ্ধতিতে ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

0
29

করোনাভাইরাসের কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৯শে জুন থেকে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তিনদিনে তিনটি বিভাগের এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।

শুক্রবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনলাইন  সভার মাধ্যমে  পরীক্ষা স্থগিত এবং প্রাথমিক আবেদনের সময় ২৫ জুন পর্যন্ত বাড়ানোর  সিদ্ধান্ত নিয়েছেন। এসব তথ্য জানিয়েছেন গুচ্ছে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন।  

এর আগে সমন্বিত ভর্তি কমিটির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯শে জুন মানবিক বিভাগের, ২৬শে জুন বাণিজ্যের ও ৩রা জুলাই বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

এবারের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ২০টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।