গিনেস বুকে রেকর্ড গড়বে ‘রানি’

0
35
গিনেস বুকে রেকর্ড গড়বে ‘রানি
গিনেস বুকে রেকর্ড গড়বে ‘রানি

ঠিক যেন রানির হালেই সেবা যত্ন করা হয়  বিশ্বের সবচেয়ে ছোট গরু রানিকে। বক্সার ভুট্টি জাতের গরু রানিকে দেখভাল করার জন্য আছে আলাদা লোক। রাতে শোবার আগে ধুয়ে দেওয়া হয় তার পা।রানির উচ্চতা মাত্র ২০ ইঞ্চি, লম্বায় ২৭ ইঞ্চি। দুই বছর বয়সী খর্বকায় গরুটির ওজন ২৬ কেজি। কোরবানি উপলক্ষে এর দাম উঠেছে সাড়ে পাঁচ লাখ টাকা।

রানিকে তাই বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকায় গরু হিসেবে দাবি করেছে  এর মালিক আশুলিয়ার শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরই মধ্যে এই দাবি জানিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেছে  তারা। নিয়ম অনুযায়ী আবেদনের ৯০ দিনের মধ্যে গিনেস কর্তৃপক্ষের এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা।

২০১৪ সালের ২১ জুন খর্বাকৃতির গরু হিসেবে স্বীকৃতি পাওয়া ভারতের কেরালা রাজ্যে মানিকিয়াম জাতের গরুটির ওজন ৪০ কেজি। রানির ওজন সেখানে ২৬ কেজি। আর কিছুদিনের মধ্যেই রানির মাথায় উঠতে পারে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ‘মুকুট’। সব পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হলে রানিই হবে বিশ্বের সবচেয়ে ছোট গরু।

শিকড় নামের ওই খামারের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. আবু সুফিয়ান জানান, প্রায় ১১ মাস আগে নওগাঁর এক ব্যক্তির কাছ থেকে রানিকে কিনে আনেন তিনি। গরুটিকে দিনে দুই বেলা খাবার দিতে হয়। সাধারণ গরুর তুলনায় এটির খাবারও অনেক কম লাগে।

স্থানীয় পশু চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, রানির দুই দাঁত হয়ে যাওয়ায় এখন আর ওর বড় হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। গরুটি প্রজননের উপযুক্তও হয়েছে।