গাজা-ইসরায়েলের এক মাস রক্তাক্ত সংঘাতে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা রয়েছে চার হাজার।
জাতিসংঘ জানিয়েছে, গত ২১ মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের হতাহতের সংখ্যাকেও ছাড়িয়েছে গাজা- ইসরায়েলের যুদ্ধে।
এই যুদ্ধে বিপর্যয়ের মুখে রয়েছে গাজার অন্তত ২০ লাখ মানুষ। খাদ্যসহ সবধরনের সংকটে রয়েছে অবরুদ্ধ গাজার লাখ লাখ মানুষ।