গাজার বৃহত্তম ২ হাসপাতাল পুরোপুরি বন্ধ

0
21
গাজার বৃহত্তম ২ হাসপাতাল পুরোপুরি বন্ধ
গাজার বৃহত্তম ২ হাসপাতাল পুরোপুরি বন্ধ

গাজা ভূখণ্ডের বৃহত্তম দু’টি হাসপাতাল আল শিফা ও আল কুদস পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অন্যদিকে জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে কামাল আদওয়ান নামে আরও একটি হাসপাতাল।

সোমবার (১৩ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আল-শিফা হাসপাতালে হামলায় তিন নার্স নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।

জানিয়েছে জাতিসংঘ,গত ১১ নভেম্বর বিদ্যুৎ বিভ্রাট শুরু হওয়ার পর থেকে অকালে জন্ম নেওয়া দুটি শিশুসহ ১২ জন রোগীও হাসপাতালে মারা গেছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজার দুটি বৃহত্তম হাসপাতাল- আল-শিফা এবং আল-কুদস হাসপাতাল উভয়ই বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে। হাসপাতালটির ভেতরে হাজার হাজার মানুষকে আটকে রেখেছে ইসরায়েল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস হাসপাতালগুলোতে ‘ভয়াবহ এবং বিপজ্জনক’ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।

তিনি বলেছেন, হাসপাতালে হামলার ঘটনায় অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুসহ আরও বহু রোগী ‘দুঃখজনকভাবে’ মারা যাচ্ছে।