গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩২৫০০

0
15
নিহতের সংখ্যা
গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩২৫০০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩২৫০০। আহতের সংখ্যা প্রায় ৭৫ হাজার।

বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ৭৬ জন। ১০২ জন আহত হয়েছেন। এতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩২ হাজার ৪৯০ ও আহত অন্তত ৭৪ হাজার ৮৮৯ জনে পৌঁছেছে

তথ্যমতে ‘অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল বরবর হামলা চালিয়ে যাচ্ছে। এতে করে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।