গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১০ জন নিহত

0
14
গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১০ জন নিহত
গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১০ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। তবে তাদের সংখ্যা ঠিক কত তা এখনও স্পষ্ট নয়।

মঙ্গলবার (৯ মে) ভোরের ঠিক আগে গভীর রাতে চালানো ইসরায়েলি এই বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল সায়েদ বলেন, গাজার বিভিন্ন এলাকায় ভোররাত ২টার দিকে আবাসিক ভবনগুলোতে হামলার শব্দ শোনা যায়।

তিনি বলেন, কারা নিহত হয়েছে বা আহত হয়েছে, তাদের নাম স্পষ্ট নয়। আমরা কেবল বলতে পারি যে অন্তত ১০ জন নিহত হয়েছে।

এর এক সপ্তাহ আগে ইসরাইলি বিমানবাহিনী গাজায় হামলা চালিয়েছিল। ফিলিস্তিনি এক কারাবন্দী অনশনের ফলে মারা যাওয়ার প্রেক্ষাপটে সৃষ্ট উত্তেজনার মধ্যে ওই হামলা হয়েছিল।

তবে কাতার, মিসর ও জাতিসঙ্ঘের তৎপরতায় ওই হামলা বন্ধ হয়েছিল। এবার কেন হামলা শুরু হলো, তা স্পষ্ট নয়।

সূত্র : আল জাজিরা