মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এবিসি নিউজের আয়োজনে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রথম টিভি বিতর্ক ছিল উত্তেজনাপূর্ণ। বিতর্কে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস বলেন, ট্রাম্পের গর্ভপাত নীতি যুক্তরাষ্ট্রের নারীদের জন্য অপমানজনক।
কমলা হ্যারিস অভিযোগ করেন, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের গর্ভপাত নিষেধাজ্ঞা আলাদা কোনো বিষয় নয় এবং তাতে ধর্ষণ ও অনাচারের বিরুদ্ধে অবস্থান নিতে ব্যতিক্রমী কোনো কিছু নেই। কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে বলেন, তাদের বিষয়টি উপলব্ধি করা উচিত।
আরও পড়ুনঃ কমলা হ্যারিসকে সমর্থন জানালেন টেইলর সুইফট
ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা চায় গর্ভধারণের নয় মাস পরেও গর্ভপাত করার অধিকার দিতে।
তিনি চান, গর্ভপাতের বিষয়টি রাজ্যগুলো ঠিক করুক। তারা আইন করুক। ধর্ষণ বা কিছু ক্ষেত্রে তিনি গর্ভপাতের অধিকারের পক্ষে। ট্রাম্পের অভিযোগ, কিছু রাজ্যে শিশু জন্মানোর পরেও তাদের মারার ব্যবস্থা আছে।