গরু চোর সন্দেহে নড়াইলে ৩ জনকে পিটিয়ে হত্যা

0
4
গরু চোর
গরু চোর সন্দেহে নড়াইলে ৩ জনকে পিটিয়ে হত্যা

গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নড়াইল সদরে তুলারামপুরে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা দুলাল (৩২) ও নুরনবী (৩৫)। অন্য একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, মঙ্গলবার রাতে তিনজন তুলারামপুর গ্রামের হান্নান মোল্লার বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে ওই বাড়ির লোকজন চোরের বিষয়টি বুঝতে পারে। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের আসতে দেখে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসী।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। বিস্তারিত জানতে পারিনি এখনো। আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে তারপর জানাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.