রমজানকে সামনে রেখে গরুর মাংসের দাম বৃদ্ধি

0
68
গরুর মাংসের দাম
রমজানকে সামনে রেখে গরুর মাংসের দাম বৃদ্ধি

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়েছে।

গত ১ মাস আগে ও কেরানীগঞ্জ এর জিনজিরা বাজার সহ আসে পাসের বাজার এ যেখানে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হতো, কিন্তু এখন সেখানে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, কুরবানি ঈদের সময় বেশি দামে গরু বিক্রি করবেন বলে অনেক গৃহস্থ গরু বিক্রি করা বন্ধ রেখেছেন। এছাড়া সিজনাল খামারিরা গরু সংগ্রহ করার কারনে গরুর সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে বেশি দামে কসাইদের গরু কিনতে হচ্ছে।

অনুমান করা হচ্ছে আগামী রমজান মাসে মাংসের দাম প্রতি কেজি ৮০০ টাকা ছাড়িয়ে যেতে পারে।

কেরানীগঞ্জ এর ভাংনা এলাকার বাসিন্দা চাকুরীজিবি হাসান আলী বলেন চাকুরী করে সামান্য বেতন এ এভাবে এতো দাম এ গরুর মাংস কিনে খাওয়া সম্ভব না।

আগানগর এলাকার দিন মজুর বাবুল হাওলাদার বলেন আমাগো গরিব এর জন্য তো অনেক বছর আগেই গরুর মাংস কিসমত থেকে উঠে গেছে।

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ 

রাজিব হোসেন বাপ্পি