
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে দলটি। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ মিছিলের নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান শরীফ, করিম প্রধান রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেন, যুগ্ম আহবায়ক হাসানুর রহমান, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুন্সি মো. জসিম রানা,
এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, ঢাবি সদস্য আনিসুর রহমান অনিক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফুল রবিন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সোহাগ, শাহ-পরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আবিদ কামাল রুবেল, জোবায়ের আহমেদ, শাহাদাৎ হোসেনসহ ঢাবি ও হল শাখা ছাত্রলের নেতাকর্মী।