খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনা

0
35
খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনা
খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনা

টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে। রবিবার খাগড়াছড়ি সদরের কলাবাগান এলাকায় বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বর্ষণে পাহাড় থেকে নামা ঢলের পানিতে বাড়ির টিন ও দেয়ালে মাটি ভেঙে পড়ে। এ সময় বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। পাহাড় ধসের পর বাড়ির মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।