কে হবেন ডিএমপি কমিশনার, তালিকায় এগিয়ে যারা

0
49
কে হবেন ডিএমপি কমিশনার, তালিকায় এগিয়ে যারা
কে হবেন ডিএমপি কমিশনার, তালিকায় এগিয়ে যারা

আগামী ৩০ অক্টোবর ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের মেয়াদ শেষ হচ্ছে। এরপর অবসরে যাবেন তিনি। আপাতত তার মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। অতএব খালি হচ্ছে ডিএমপি কমিশনারের পদ। ইতোমধ্যে কমিশনারের উত্তরসূরি কে হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। বাছাই প্রক্রিয়ায় ব্যস্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএমপি কমিশনার পদের জন্য মোট পাঁচজনের নাম তালিকায় রয়েছে। ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যে ৭০ জন পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল, ওই তালিকায় এই ৫ জনের নাম রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করতে চাননি। তবে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ডিএমপি কমিশনারের পদটি অতিরিক্ত আইজিপি সমমর্যাদার। এটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদ। দক্ষ ও যোগ্যরাই এই পদের দায়িত্ব পাবেন।’

সূত্র জানায়, ঢাকার কমিশনার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম। তিনি বর্তমানে নৌ-পুলিশের প্রধান হিসেবে কর্মরত। নীতিনির্ধারক পর্যায়ে তার কমিশনার হওয়ার আলোচনা সবচেয়ে বেশি।

আতিকুল ইসলামের জন্ম ১৯৬৬ সালে রংপুর জেলার কোতোয়ালি থানার জুম্মাপাড়ায়। তিনি আইপিজিএমআর (ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ) বর্তমানে বিএসএমএমইউ থেকে ফার্মাকোলজি বিষয়ে স্নাতক এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ পুলিশে অসাধারণ ও দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ছয়বার আইজি ব্যাজ, দু’বার বিপিএম সার্ভিস, দু’বার পিপিএম (সেবা) (গ্যালান্ট্রি) অর্জন করেন।

ডিএমপি কমিশনার হওয়ার সম্ভাব্য তালিকায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিনের নাম শোনা যাচ্ছে। তিনি গোপালগঞ্জ সদর থানার অবসরপ্রাপ্ত সুবেদার মেজর মরহুম এস এম আব্দুল খালেকের সন্তান।

এস এম রুহুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন।

তালিকায় তৃতীয় অবস্থানে শোনা যাচ্ছে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এম খুরশীদ হোসেনের নাম।

গোপালগঞ্জের কাশিয়ানীর এ সন্তান ১২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে (পুলিশ ক্যাডার) প্রশিক্ষণ শেষে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের নামও রয়েছে সম্ভাব্য কমিশনারদের তালিকায়। বিসিএস ব্যাচ বিবেচনায় পিছিয়ে থাকলেও সামাজিক ও অপারেশনাল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে এগিয়ে রাখছেন হাবিবুর রহমান।

১৭তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদানের পর কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার জন্য তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দু’বার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন ঢাকা রেঞ্জের এ ডিআইজি।