‘কেজিএফ-২’ ছবিটি ১০০ কোটি রুপি বাজেটের হলেও ইতিমধ্যেই ছবিটি বক্স অফিস থেকে ৭৮০ কোটি রুপি তুলে নিয়েছে। মুক্তির পর মাত্র ৭ দিনেই ‘দঙ্গল’ ও ‘বাহুবলী’র রেকর্ড ভেঙে দিল এই সিনেমা। এই বছরের অন্যতম সফল ছবি হিসেবেও পরিচিতি পেয়েছে এই ছবি। পাশাপাশি কেজিএফ-২ এখনও রমরমিয়ে ব্যবসা করে চলেছে সিনেমা হলগুলিতে। অনেক বক্স অফিস রেকর্ডও ভেঙেছে এই সিনেমা।
এই সিনেমার মূল চরিত্র ‘রকি ভাই’-এর ভূমিকায় অভিনয় করতে যশ ২৫ থেকে ২৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
কেজিএফ-২ সিনেমায় সঞ্জয় অভিনয় করেছেন গল্পের মূল খলনায়ক ‘অধিরা’র চরিত্রে। গল্পে দেশের প্রধানমন্ত্রী ‘রামিকা সেন’এর ভূমিকায় রবিনা।
‘অধিরা’ চরিত্রে সঞ্জয় এই সিনেমা করতে প্রায় ৯ থেকে ১১ কোটি টাকা নিয়েছেন বলেই কানাঘুষো শোনা গিয়েছে।
ছবিতে প্রধানমন্ত্রী ‘রামিকা সেন’-এর ভূমিকায় অভিনয় করার জন্য প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলিউডের এক সময়ের সামনের সারির নায়িকা রবিনা।
‘রকি ভাই’-এর স্ত্রী ‘রিনা দেশাই’-এর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শ্রীনিধি এই ছবির জন্য প্রায় ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
প্রশান্ত এই সিনেমাটি করতে প্রযোজকদের থেকে ১৫ থেকে ২০ কোটি টাকা নিয়েছেন।
সুত্রঃ আনন্দবাজার