কেএমপি’র সদর দপ্তরস্থ কার্যালয়ে পুলিশ কমিশনার মোজাম্মেল হককে আড়ংঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আজ বৃহস্পতিবার ( ১৬ মে ) দুপুর ১ টা ৪৫ মিনিটে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
কেএমপি’র পুলিশ কমিশনার নবাগত অফিসার ইনচার্জকে মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেন।
তিনি আরো বলেন, ‘সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমের মহান ব্রত নিয়ে জনগণের আস্থার প্রতীক হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
খুলনা মহানগরীর থানায় আগত সেবাপ্রত্যাশী, বিপন্ন ও বিপদগ্রস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সাথে মানবিক আচরণ করতে হবে।
আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে সাইবার ক্রাইম সম্পর্কিত অপরাধ দমন এবং প্রতিরোধ করতে হবে।’
প্রতিবেদকঃ রফিকুল ইসলাম কাজল