কৃষকের আত্মহত্যার ঘটনায় সেই নলকূপ অপারেটর গ্রেপ্তার

0
44
কৃষকের আত্মহত্যার ঘটনায় সেই নলকূপ অপারেটর গ্রেপ্তার
কৃষকের আত্মহত্যার ঘটনায় সেই নলকূপ অপারেটর গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে সেচের জন্য পর্যাপ্ত পানি না পেয়ে ২ সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চব্বিশনগর কদম শহর এলাকা থেকে কৃষকের আত্মহত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। শাখাওয়াত হোসেন উপজেলার ইশ্বরীপুর এলাকার বাসিন্দা। তিনি ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পলাতক থাকা অবস্থায় শনিবার দিবাগত রাতে চব্বিশনগর কদম শহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ফিরছিলেন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরের দিকে তাকে আদালতে তোলা হবে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তার তিন দিনের রিমান্ড চাওয়ার কথাও জানান ওসি।

গত ২৩ মার্চ বিষপান করেন জেলার গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নবাই বটতলা নিমঘুটু গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের হাসপাতালে না নিয়ে বাড়ির সামনের রাস্তায় ফেলে আসেন বিএমডিএর গভীর নলকূপ অপারেটর শাখাওয়াত হোসেন।