কুষ্টিয়ায় এক পরিবারে ৩ জনকে প্রকাশ্য গুলি করে হত্যা

0
35

কুষ্টিয়ায় রবিবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে শহরের ৬ নম্বর ওয়ার্ডের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে দিনদুপুরে এক পরিবারের  ৩ জনকে  গুলি করে হত্যা করেছে এক যুবক।

হত্যাকাণ্ডে জড়িত যুবককে আটক করেছে  কুষ্টিয়ার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. খাইরুল আলম।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার বলেন, গুলিতে এক পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তান নিহত হয়েছেন । তবে এখন পর্যন্ত তাদের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলে ও একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে।

পুলিশ সুপার খাইরুল আলম বলেন, শহরের কাস্টমস মোড় এলাকায় স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানকে গুলি করে এক যুবক। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পর শিশুসন্তানটিও মারা যায়। ঘটনায় জড়িত যুবককে আটক করা হয়েছে।