কারাগারে হামলার শিকার পি কে হালদার

0
12
কারাগারে হামলার শিকার পি কে হালদার
কারাগারে হামলার শিকার পি কে হালদার

টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযুক্ত পি কে হালদার কলকাতার প্রেসিডেন্সি জেলে এক বন্দির হাতে মারধরের শিকার হয়েছেন।

মঙ্গলবার আদালতে এই মর্মে পিটিশন দায়ের করেন তার আইনজীবী বিশ্বজিৎ মান্না।

৪৯ দিনের বিচার বিভাগীয় হেফাজত (জুডিসিয়াল কাসটডি) শেষে মঙ্গলবার পি কে হালদারসহ মোট ছয় অভিযুক্তকে আদালতে তোলা হয়। এদিন মামলাটি ওঠে আদালতের স্পেশাল সিবিআই কোর্ট-৩ বিচারক শুভেন্দু সাহার এজলাসে।

সেখান বিচারক পি কে হালদারকে জিজ্ঞেস করেন, কারাগারের নতুন যে ওয়ার্ডে তাকে স্থানান্তরিত করা হয়েছে সেখানে তিনি সন্তুষ্ট কি না? হালদার তাতে সন্তোষ প্রকাশ করেন।