নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিন সবজি বিক্রেতা নিহত হয়েছেন। ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের ফজর আলীর ছেলে মো. ফারুক মিয়া (৫০), একই ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের তায়েব মিয়ার ছেলে মো. মাশকিন (৪৫) ও সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৪৫)।
বৃহস্পতিবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টায় উপজেলায় মুছাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন।