কান চলচ্চিত্র উৎসবে সেরা হলেন যারা

0
26
কান চলচ্চিত্র উৎসব-২১ সেরা হলেন যারা
কান চলচ্চিত্র উৎসব-২১ সেরা হলেন যারা

শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়  ভূমধ্যসাগর তীরে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে এবার ইতিহাস গড়ল নারী নির্মাতা।  ২৮ বছরের ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো ফ্রান্সের নারী নির্মাতা জুলিয়া দুকুরনোর  ‘টাইটেন’ চলচ্চিত্রটি কান উৎসবের সেরা পুরস্কার স্বর্ণ পাম বা পাম দ্য’র জিতে নিয়েছে।

১৭ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সমাপনী আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়। এদিকে ১২ দিনের নানা আয়োজন শেষে একনজরে দেখে নেওয়া যাক পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী এই চলচ্চিত্র উৎসবের রাতে সেরা হলো কারা।

পাম দর: টাইটেন, নির্মাতা জুলিয়া ডুকুরনো

গ্র্যান্ড প্রিক্স: অ্যা হিরো ও কমপার্টমেন্ট নম্বর সিক্স

জুরি প্রাইজ: ‘আহেদ’স নি’ ও ‘মেমোরিয়া’

সেরা অভিনেত্রী: রেনেট রেইনসভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড)

সেরা অভিনেতা: ক্যালেব ল্যান্দ্রি জোনস (নিট্রাম)

সেরা নির্মাতা: লিও কারাক্স (অ্যানেটে)

সেরা চিত্রনাট্য: রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার)

ক্যামেরা দর: ‘মুরিনা’ (অ্যান্টোনেটা আলামত কুসিজানোভিচ)

শর্ট ফিল্ম পাম দর: টিয়ান জিয়া উ ইয়া (টাং ওয়াই)

বিশেষ জুরি (শর্ট ফিল্ম): চেউ ডে আগোস্তো (জাসমিন টেনুচি)

উল্লেখ্য, দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কানে ১৯৪৬ সাল থেকে প্রতি বছর সাধারণত মে মাসে কান চলচ্চিত্র উৎসব পালিত হয়ে আসছে। পালে দে ফেস্তিভাল্‌স এ দে কোঁগ্র নামক ভবনটিতে মূল উৎসব অনুষ্ঠিত হয়।