কান উৎসবঃ অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে বর্ষার সেলফি

0
148
কান উৎসবঃ অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে বর্ষার সেলফি
কান উৎসবঃ অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে বর্ষার সেলফি

শুরু হয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান উৎসব। এরই সাথে অন্যান্য তারকাদের সাথে মেতে উঠেছেন বাংলাদেশের তারকা। পিছিয়ে নেই অনন্ত জলিল ও বর্ষা জুটি। বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের সঙ্গে সময় কাটিয়েছেন অনন্ত জলিল ও বর্ষা। দুজনকে দেখা গিয়েছে বলিউডের তারকা দম্পতির সাথে সেলফিতে। তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে। 

এবারের আসরে তারা গেলেন ‘দিন: দ্যা ডে’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা দুটি নিয়ে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘দিন: দ্যা ডে’ সিনেমাটি এটিতে অভিনয় করেছেন অনন্ত জলিল। তার বিপরীতে অভিনয় করেছেন বর্ষা।

চিত্রনায়ক অনন্তের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মঙ্গলবার (১৭ মে) একটি ভিডিও আর কিছু ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, গাঢ় সবুজ স্যুটে অনন্ত, সঙ্গে লাল গাউনে বর্ষা নজর কাড়ছেন সবার।বিভিন্ন দেশের ফটো সাংবাদিকরা তাদের ছবি তুলছেন।