কাতার বিশ্বকাপ ২০২২ আট গ্রুপ

0
53
কাতার বিশ্বকাপ ২০২২ আট গ্রুপ
কাতার বিশ্বকাপ ২০২২ আট গ্রুপ

গতকাল রাতে কোস্টারিকা শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপ ২০২২ টিকিট পাওয়ার মধ্যে দিয়েই চূড়ান্ত হয় ৩২টি দলের নাম। গত ২ এপ্রিল বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পাওয়া ২৯ দল নিয়ে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ২০২২ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। ৩২ দলের বিশ্বকাপের বাকি ৩ দলকে সম্ভাব্য তালিকায় রেখেই এই ড্র অনুষ্ঠিত হয়।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ৮টি গ্রুপে ভাগ হয়ে লড়বে ৩২ দল। প্রত্যেক গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল পরের রাউন্ডে যাবে। নক-আউট পর্বে লড়াই হবে ১৬ দলের। এক লেগের নক-আউট পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ৮ দল। সেখান থীক সেমিফাইনালে ৪ এবং ফাইনালে মর্যাদার ওই সোনালি ট্রফির জন্য ফুটবলের যুদ্ধে অবতীর্ণ হবে আসরের সেরা দুই দল।

কাতার বিশ্বকাপের আট গ্রুপ হলঃ

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস
গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা