করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৩ মে) জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, করোনাভাইরাস মোকাবিলায় বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে জরুরি সহায়তা প্রদান করে আসছে। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায়, এ মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে জরুরি বিমান পরিবহন সেবা প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।