
মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৩৯৪ জনের। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫০১ জনের শরীরে।
করোনা ভাইরাস নিয়ে সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ৮৬৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ২৮৪ টি নমুনা সংগ্রহ এবং ৪৫ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৬৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২০ পুরুষ এবং ১১ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ১৪১ জন এবং নারী ১০ হাজার ২৫৩ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের ২ জন, ৮১ থেকে ৯০ বছরের ৬ জন, ৭১ থেকে ৮০ বছরের ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের ২ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ২ জন, ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।
করোনা ভাইরাসে মারা যাওয়া ৩১ জনের মধ্যে ঢাকায় ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৫ জন, সিলেটে ১ জন, রংপুর বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছেন। মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২৬ জন সরকারি হাসপতালে এবং ৫ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৭২৮৩ জন। যা একদিনে মোট শনাক্তের ৫৩ দশমিক ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৮৩৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৬৭ জন, রাজশাহী বিভাগে ৯৯৪ জন, রংপুর বিভাগে ৪৭৮ জন, খুলনা বিভাগে ৭৫৯ জন, বরিশাল বিভাগে ৪২৫ জন এবং সিলেট বিভাগে ৪৬৭ জন শনাক্ত হয়েছেন।