সারাদেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জনে। শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ।
করোনা ভাইরাস নিয়ে শনিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসে ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৮২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৯০৪টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৪৪৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ২৯ লাখ ৬২ হাজার ৫২৪টি।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে ১২ জন পুরুষ ও আটজন নারী রয়েছেন। মৃত ২০ জনের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয়জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন।
এতে আরও বলা হয়, মৃত ২০ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, রাজশাহী বিভাগের দুজন, খুলনা বিভাগের দুজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন রয়েছেন। মৃত ২০ জনের মধ্যে ১২ জন সরকারি হাসপাতালে ও আটজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৬১ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৯৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৩৫ হাজার ২৭৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৭৪ হাজার ৪১৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬০ হাজার ৮৫৮ জন।