মহামারি করোনা ভাইরাসে দেশে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৭৯১ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৬৮ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ।
করোনাভাইরাস নিয়ে বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩২টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৯৯৮টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৩৯৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি এক লক্ষ ৫৫ হাজার ৪৩৫টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হাড় ১ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
বিভাগভিত্তিক বিশ্লেষণেঃ
বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃত ছয় জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিন জন, রাজশাহী বিভাগে দুইজন এবং খুলনা বিভাগে একজন মারা যান।
নারী ও পুরুষের হিসাবেঃ
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা যাওয়া ছয়জনে পুরুষ চারজন ও নারী দুজন। সরকারি হাসপাতালে পাঁচজন ও বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন
বয়সভিত্তিক বিশ্লেষণেঃ
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১-৪০ বছরের মধ্যে দুই জন, ৫১-৬০ বছরের মধ্যে একজন, ৬১-৭০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।