করোনা আক্রান্ত শচীন টেন্ডুলকার

0
35
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার। শনিবার সকালেই টুইটারে বিষয়টি জানিয়েছেন শচীন নিজেই।

টুইটারে আন্তর্জাতিক ক্রিকেটের অনতম সফল ব্যাটসম্যান শচীন লিখেছেন, ‘কোভিডকে দূরে রাখার জন্য আমি নিয়মিত কোভিড পরীক্ষা করাচ্ছিলাম এবং সবরকমের সতর্কতা অবলম্বন করছিলাম। কিন্তু আজ আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, মৃদু উপসর্গ রয়েছে। বাড়ির বাকি সকলের রিপোর্ট নেগেটিভ। আমি এখন হোম কোয়ারেন্টাইনে থাকবো, এবং চিকিৎসকের সমস্ত পরামর্শ মানবো।

সম্প্রতি রোড সেফটি সিরিজে অংশ নিয়েছিলেন শচীন। সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশের ক্রিকেট তারকারা এতে অংশ নেন।