মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফের বিধিনিষেধ চালু করচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সোমবার থেকে শুরু হওয়া এই বিধিনিষেধ ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।
রোববার (৩ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী এই তথ্য জানান।
নতুন বিধিনিষেধের আওতায় সোমবার থেকে পশ্চিমবঙ্গে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কারফিউ থাকবে। নির্দিষ্ট কারণ ও অনুমতি ছাড়া রাস্তায় বের হওয়া যাবে না।
কলকাতা মেট্রো সার্ভিস ও লোকাল ট্রেন ধারণক্ষমতার ৫০ ভাগ নিয়ে চলাচল করতে পারবে। লোকাল ট্রেনগুলো সন্ধ্যা সাতটার পরই বন্ধ হয়ে যাবে। তবে দূরপাল্লার ট্রেনগুলো যথানিয়মেই চলবে।
বিধিনিষেধ চলাকালে পশ্চিমবঙ্গের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সুইমিং পুল, সেলুন, বিউটি পার্লার ও জিমনেশিয়াম বন্ধ থাকবে।
রাজ্য সরকারের মুখ্য সচিব জানিয়েছেন, বিধিনিষেধ চলাকালে কলকাতায় ব্রিটেনের সাথে বিমান যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বিধিনিষেধের সময় সরকারি-বেসরকারি অফিসগুলোতে ৫০ ভাগ কর্মী নিয়ে কার্যক্রম চালানো ছাড়াও সব ধরনের প্রশাসনিক বৈঠক ভার্চুয়ালি করার নির্দেশনা দেয়া হয়েছে। একইসাথে কর্মীদের বাড়ি থেকে কাজ করতে উৎসাহ দেয়া হয়েছে।
শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বশেষ স্বাস্থ্য প্রতিবেদন অনুসারে চার হাজার পাঁচজনের ১২ জনের করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়। একই সময়ে ভাইরাস সংক্রমণে নয় জনের মৃত্যুর খবর জানানো হয়েছে।
সুত্রঃ আনন্দবাজার