করোনায় বেসামাল ভারতে ইয়েলো ফাঙ্গাসের হানা

0
41
ইয়েলো ফাঙ্গাস
ইয়েলো ফাঙ্গাস

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বেসামাল হয়ে পড়েছে ভারত। এই ভাইরাসের ছোবলে প্রতিদিন দেশটিতে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। সংক্রমিত হচ্ছে লাখ লাখ। এর মধ্যেই দেশটিতে হানা দিয়েছে প্রাণঘাতী ফাঙ্গাসের সংক্রমণ।

ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের পর দেশটিতে এবার ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে গোটা ভারতবাসী।

জানা গেছে, যতদিন যাচ্ছে, এই ছত্রাক সংক্রমণের মাত্রা বাড়ছে। সেইসঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে হোয়াইট ফাঙ্গাস। যার প্রভাব নিয়ে দ্বিধাবিভক্ত চিকিৎসরা। এই যখন অবস্থা তখন এসে হাজির হলুদ বা ইয়েলো ফাঙ্গাস। নতুন এই ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজিয়াবাদে এক ব্যক্তির শরীরে ইয়েলো ফাঙ্গাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আপাতত তার চিকিৎসা চলছে।

এরপর থেকেই প্রশ্ন উঠছে, ঠিক কতখানি বিপজ্জনক ইয়েলো ফাঙ্গাস? চিকিৎসকদের দাবি, ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের চেয়েও মারাত্মক ইয়েলো ফাঙ্গাস।