করোনার টিকা গ্রহণের হারে শীর্ষে ঢাকা

0
26
করোনার টিকা

করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা। আর সবার থেকে পিছিয়ে রয়েছে বরিশাল বিভাগ। গতকাল বুধবার পর্যন্ত ঢাকা বিভাগের মোট ১৩টি জেলার ৮৮ হাজার ৮৩০ জন টিকা নিয়েছেন। অপরদিকে বরিশাল বিভাগের ছয় জেলার মোট ১৩ হাজার ২৮৪ জন টিকা নিয়েছেন।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ পর্যন্ত দেশের তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন করোনার টিকা নিয়েছেন, এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৬ হাজার ৪২৬ জন ও নারী ৯১ হাজার ৩৪৩ জন।

বুধবার পর্যন্ত টিকা নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন মোট ৭৭ হাজার ৯২৫ জন। রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন মোট ৪০ হাজার ৪৮৪ জন। খুলনা বিভাগের ১০ জেলায় টিকা নিয়েছেন মোট ৩৫ হাজার ৮৯০ জন। রংপুরের আট জেলায় টিকা নিয়েছেন মোট ৩২ হাজার ৮৭৬ জন। সিলেট বিভাগের চার জেলায় টিকা নিয়েছেন মোট ৩১ হাজার ৯৮৯ জন। ময়মনসিংহ বিভাগের চার জেলায় টিকা নিয়েছেন মোট ১৬ হাজার ৪৯১ জন।