করোনার আরও ‘ভয়ঙ্কর’ ভ্যারিয়েন্ট আসছে!

0
30
করোনার আরও ‘ভয়ঙ্কর’ ভ্যারিয়েন্ট আসছে!
করোনার আরও ‘ভয়ঙ্কর’ ভ্যারিয়েন্ট আসছে!

মহামারী করোনা ভাইরাস এখনও গোটা বিশ্বের কাছে হুমকি স্বরূপ। প্রতিনিয়ত নতুন নতুন ভ্যারিয়েন্ট চিন্তায় ফেলছে বিশেষজ্ঞদের। একদিকে করোনার শক্তিশালি ডেল্টা স্ট্রেন নিয়ে চিন্তায় পড়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, ডেল্টার থেকেও বেশি ভয়ঙ্কর স্ট্রেন আসতে চলেছে বলে সর্তকতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।। সম্প্রতি ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর বিশেষজ্ঞদের অষ্টম দফার জরুরি বৈঠক সম্পন্ন হয়েছে।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে,বিশ্ব এবার আরও সাংঘাতিক মহামারীর সম্মুখিন হতে চলেছে। করোনার ডেল্টা স্ট্রেনের তুলনায় বেশি শক্তিশালী আরও একটি স্ট্রেনের সম্মুখিন হতে চলেছে বিশ্ব। তবে করোনার চার ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ বা মারাত্মক ভ্যারিয়েন্টই যে মূলত ভয়ের কারণ, তা উল্লেখ করেছে হু।

উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি, টেডরস আধানম জানিয়েছেন, করোনাভাইরাস ক্রমাগত রূপ পরিবর্তন করছে। হু প্রধান বলেন, “ডেল্টা ১১১টি দেশে ছড়িয়েছে। সারা বিশ্বে দ্রুত এই স্ট্রেনই ভয়ের কারণ হয়ে উঠবে।” জানিয়েছেন, সারা বিশ্ব এখন তৃতীয় ঢেউয়ের প্রারম্ভ পর্যায়ে। মূলত ডেল্টা স্ট্রেনের ফলেই আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।

ডব্লিউএইচও এর মতে, গোটা বিশ্ব এখন করোনা তৃতীয় ঢেউয়ের প্রথম স্তরে রয়েছে। এখনই বিশ্ববাসী সতর্ক না হলে ফের গোটা বিশ্বকে মহামারী সম্মুখীন হতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, “দুর্ভাগ্যক্রমে, আমরা এখন তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে আছি।”

এ দিকে বিশ্বের একাধিক দেশে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বলা হয়েছে, প্রত্যেক দেশ যাতে অন্তত ১০ শতাংশ নাগরিকের টিকাকরণ সম্পূর্ণ করে সেপ্টেম্বরের মধ্যে। দ্রুতগতিতে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন করলেন করোনার হাত থেকে মুক্তি পেতে পারে। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে প্রত্যেক দেশকে একত্রে কাজ করতে হবে।