গত এক দিনে করোনায় ৮৩ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৮০৩টি নমুনা পরীক্ষা করে ওই ৮৩ রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৬০ শতাংশ; আগের দিন তা ৩ দশমিক ২০ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ১৩১ জন। মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৬৯ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৬৭ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১১ হাজার ৭৩ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৬২ জনই ঢাকার। এর বাইরে কক্সবাজারে ৭ জন; সিলেটে ৩ জন; ময়মনসিংহ, খাগড়াছড়ি ও সিরাজগঞ্জে ২ জন করে এবং নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, জয়পুরহাট, দিনাজপুর, বরিশালে ১ জন করে কোভিড রোগী শনাক্ত হয়েছে।