
আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করবে সরকার। এর ফলে বিশ্ব বাজারে অকটেন ও পেট্রলের দাম কমলে দেশেও কমবে আবার বাড়লে দেশের বাজারেও বাড়বে। এই সপ্তাহে থেকেই এই পদ্ধতি শুরু চালু হলে এ মাসে জ্বালানি তেলের দাম কিছুটা কমতে পারে বলে আভাস পাওয়া যায়।
প্রতি লিটার ডিজেলের দাম ৪ টাকা এবং অকটেন ও পেট্রলের দাম প্রতি লিটারে ১৫ টাকা কমতে পারে।
অকটেনের নতুন দাম হতে পারে লিটারপ্রতি ১১৫ টাকা, যা এখন ১৩০ টাকা দরে বিক্রি করা হয়। পেট্রল বিক্রি করা হতে পারে লিটারপ্রতি ১১১ টাকায়। এখনকার দর ১২৫ টাকা।
এর আগে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের স্বয়ংক্রিয় দাম নির্ধারণের নির্দেশনা দিয়ে ২৯ ফেব্রুয়ারি রাতে সরকারের প্রজ্ঞাপনে বলা হয়, স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রাথমিকভাবে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ পদ্ধতি মার্চ থেকে কার্যকর হবে।


