কঠোর লকডাউনে ৭ দিনে ৭৫১ মামলা ও ৫৪০ গাড়ি আটক ( সিএমপি)

0
42
কঠোর লকডাউনে ৭ দিনে ৭৫১ মামলা ও ৫৪০ গাড়ি আটক ( সিএমপি)
কঠোর লকডাউনে ৭ দিনে ৭৫১ মামলা ও ৫৪০ গাড়ি আটক ( সিএমপি)

সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ অমান্য করায় এক সপ্তাহে ৭৫১টি মামলা ও ৫৪০টি গাড়ি আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।গতকাল বুধবার  সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) আরফাতুল ইসলাম রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৭ জুলাই) রাত ৮টা পর্যন্ত এসব মামলা ও গাড়ি আটক করা হয়েছে। বুধবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বিধিনিষেধ অমান্য করে গাড়ি নিয়ে বের হওয়ায় ২৩৬টি মামলা ও ১১৪টি গাড়ি আটক করা হয়েছে।   

তিনি আরও বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে সিএমপির পক্ষ থেকে ২০টি চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হচ্ছে। আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তারা বিনা প্রয়োজনে বের হয়েছিল। আবার অনেকের গাড়ির কাগজপত্র ঠিক ছিল না। প্রয়োজন ছাড়া কেউ গাড়ি নিয়ে বের হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।