করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই আইসোলেশনে ছিলেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। শারীরিক জটিলতা দেখা দেওয়ায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
আজ রবিবার দুপুরে এক প্রতিবেদনে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সুরজেওয়ালা টুইটে জানিয়েছেন, আজ গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।