ওমর সানীকে গুলি করার হুমকি মিথ্যা বললেন জায়েদ খান

0
46
ওমর সানীকে গুলি করার হুমকি মিথ্যা বললেন জায়েদ খান
ওমর সানীকে গুলি করার হুমকি মিথ্যা বললেন জায়েদ খান

চড় মারার কারণে ক্ষেপে গিয়ে পিস্তল বের করে চিত্রনায়ক ওমর সানীকে গুলি করার হুমকি দেন আরেক নায়ক জায়েদ খান। খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

গত ১০ জুন শুক্রবার রাতের এ ঘটনাটি শনিবার দিনভর ছিল আলোচনায়। চাপা উত্তেজনাও ছিল চলচ্চিত্রপাড়ায়।

তবে জায়েদ খান এ ঘটনাকে মিথ্যা বলে দাবি করেছেন। নায়কের ভাষ্য— তাকে নিয়ে ‘মিথ্যাচার’ করা হচ্ছে।

শনিবার রাত ১২টার দিকে গণমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘বিয়ের অনুষ্ঠানটি হয়েছে বসুন্ধরার কনভেনশন সেন্টারে। এর ভেতরে কোনো রকমের অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। সে সুযোগই নেই। তা হলে আমার কাছে পিস্তল আসবে কোথা থেকে?’

শিল্পী সমিতির এ নেতার দাবি, ‘আমাকে অপমান করতে এসব গল্প বানানো হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে দয়া করে এটা আপনারা বসুন্ধরা কনভেনশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেই জানতে পারবেন।

আমি অনুষ্ঠানের পুরোটা সময় ডিপজল ভাইয়ের সঙ্গে ছিলাম। আপনি ডিপজল ভাইয়ের সঙ্গে কথা বলেও জানতে পারবেন। আমার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। ওমর সানী ভাই আমার বিরুদ্ধে মিথ্যা বলছেন। এ রকম কোনো ঘটনা ঘটেনি।’