এলপি গ্যাসের দাম কমল

0
239
এলপি গ্যাসের দাম
এলপি গ্যাসের দাম বাড়লো

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ১২ কেজির এলপি গ্যাসের দাম ৩০ টাকা কমিয়ে এক হাজার ৩৬৩ টাকায় বিক্রি হবে।

সোমবার (৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দাম কার্যকর হবে।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন দাম ঘোষণা করেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন।

বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১১৩ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম কমেছে।