এরিকসেনের ঘটনায় এলোমেলো ডেনমার্ক, ফিনল্যান্ড জয় করল সারা বিশ্বের মন

0
37

ইউরোতে গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ডেনমার্ক ও ফিনল্যান্ড। ম্যাচের প্রথমার্ধের ৪৩ মিনিটে হঠাৎ মাঠে জ্ঞান হারিয়ে পড়ে যায় ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন।

মাঠের মধ্যে তাঁর চিকিৎসার পরেই জ্ঞান ফিরে আসে। তবে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় তাঁকে ঢেকে নিয়ে যাওয়ার জন্য নিজেদের দেশের পতাকা দিয়ে দেন ফিনল্যান্ডের সমর্থকরা।

বিপক্ষ ফুটবলারকে ঢেকে মাঠ থেকে বার করে নিয়ে যাওয়ার জন্য পতাকা দিতেও ২ বার ভাবতে হল না ফিনল্যান্ডবাসীদের।

৪৩ মিনিটের মাথায় হঠাৎই মুখ থুবড়ে পড়ে গিয়েছিলেন এরিকসেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর অবস্থা স্থিতিশীল। কথাও বলেছেন তিনি। ঘটনার আকস্মিকতায় কিছু ক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। ফের শুরু হওয়ার পর ১-০ গোলে ম্যাচ জিতে নেয় ফিনল্যান্ড। মাঠের বাইরেও ফুটবল বিশ্বের হৃদয় জিতে নেয় তারা। 

প্রথমবারের মতো ইউরোপিয়ান আসরে খেলতে এসে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথম ম্যাচেই চমক দেখাল নবাগত ফিনল্যান্ড।