এবার মমতাজ মেহেদীর বিজ্ঞাপনে অপু বিশ্বাস

0
103
এবার মমতাজ মেহেদীর বিজ্ঞাপনে অপু বিশ্বাস
এবার মমতাজ মেহেদীর বিজ্ঞাপনে অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার ‘কুইন’ হিসেবে খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমায় অভিনয়ের পাশাপাশি মাঝে-মধ্যেই বিজ্ঞাপনচিত্রে মডেল হতে দেখা যায় ঢালিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী অপু বিশ্বাসকে। নতুন বছরের শুরুতে মমতাজ হারবাল প্রোডাক্টস এর মমতাজ মেহেদীর বিজ্ঞাপনচিত্র নিয়ে হাজির হয়েছেন তিনি। এটি নির্দেশনা দিয়েছেন সৌমেন সুর। সম্প্রতি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস ছাড়াও এতে রয়েছে আরও কলাকুশলী। 

আগামী বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকাল ৩ঃ৩০ মিনিটে মমতাজ মেহেদীর বিজ্ঞাপনচিত্রটি দেখতে চোখ রাখুন মমতাজ হারবাল এর অফিশিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/mumtazherbal এবং ইউটুব চ্যানেল MHPTV24

এবার মমতাজ মেহেদীর বিজ্ঞাপনে অপু বিশ্বাস

চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত প্রায় ১০০টির মতো ছবিতে অভিনয় করে চলচ্চিত্র প্রেমীদের মনে রানী হয়ে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

অপু বিশ্বাস ২০০৫ সালে অবন্তি নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। পরের বছর এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।

ছোট সাহেব (২০০৮), আমার জান আমার প্রাণ (২০০৮), তুমি স্বপ্ন তুমি সাধনা (২০০৮), মনে প্রাণে আছ তুমি (২০০৮), ভালোবাসার লাল গোলাপ (২০০৯), মন যেখানে হৃদয় সেখানে (২০০৯), জান আমার জান (২০০৯), মনে বড় কষ্ট (২০০৯), মায়ের হাতে বেহেশতের চাবি (২০০৯), ও সাথী রে…., ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এবং বদিউল আলম খোকন পরিচালিত নিঃশ্বাস আমার তুমি, নাম্বার ওয়ান শাকিব খান অভিনয় করেন। এছাড়া চাচ্চু আমার চাচ্চু, টপ হিরো, পরান যায় জ্বলিয়া রে, হায় প্রেম হায় ভালোবাসা, প্রেম মানেনা বাঁধা চলচ্চিত্রে অভিনয় করেন।

ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে জন্য তিনি তৃতীয়বারের মত মেরিল-প্রথম আলো পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন।