এবার মোট জিপিএ-৫ পেয়েছেন মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ফল প্রকাশের ঘোষণা দেন। এবারে গড় পাসের হার ৯৫.২৬ শতাংশ। গত বছর এ সংখ্যা ছিলো ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন।
এর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৯৬.২০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছন ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী। বরিশাল বিভাগে ৯৫.৭৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন। রাজশাহীতে ৯৭.২৯ শতাংশ পাস করেছেন, জিপিএ ৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০।
চট্টগ্রামে পাসের হারে ৮৯.৩৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন। কুমিল্লায় ৯৭.৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন। দিনাজপুরে ৯২.৪৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, জিপিএ ৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন।
যশোরে পাস করেছেন ৯৮.১১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী। সিলেট বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৯৪.৮০ শতাংশ শিক্ষার্থী এবং জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থী।
মাদ্রাসা বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা ৫ হাজার ৭৭৫।