এবার চাঁদে জমি কিনলেন সিলেটের সুজন

0
51
এবার চাঁদে জমি কিনলেন সিলেটের সুজন
এবার চাঁদে জমি কিনলেন সিলেটের সুজন

এবার চাঁদে জমি কিনলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া (বদিকোনা) গ্রামের বাসিন্দা সুজন আহমেদ। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সির পেটার্সনে বসবাস করছেন।

সুজনের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে ৫৫ ডলারের বিনিময়ে এক একর জমি কেনেন সুজন।

জমি কেনার পর একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও সুজনের কাছে হস্তান্তর করেছে সংস্থাটি৷

সুজন আহমেদ বলেন, মানুষ স্বপ্ন বিলাসী, আমিও এর ব্যতিক্রম নই। জানি না চাঁদে যাওয়া কতটা সহজতম হবে? নাই বা গেলাম। যেতে পারে আমার জেনারেশন অথবা তাদের জেনারেশন। বিজ্ঞানীরা সকল ধরনের চেষ্টা-প্রচেষ্টা করে যাচ্ছে চাঁদে মানব জাতির বসবাসের জন্য। হয়তোবা একদিন তারা সফলও হবে। আর সেই আশাতেই জমি কেনা।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) চাঁদে জমি কিনে স্ত্রীকে উপহার দিয়েছেন খুলনার এক সংবাদিক

চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ অনেক জনপ্রিয় কোম্পানি।