এক রাতেই পেঁয়াজের ঝাঁজ বেড়েছে দ্বিগুণ

0
35
পেঁয়াজ
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

দেশের বাজারে অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বাড়ছে। এতে স্বস্তিতে নেই ক্রেতারা। এক দিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে ৬৫ টাকা। ব্যবসায়িদের ধারণা দুই দিনের মধ্যে পেঁয়াজের দাম আরও বেড়ে ১৮০-২০০ টাকা হতে পারে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ভাটারা থানের পাশে বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় পেঁয়াজ ১৭০ টাকা এবং দেশি পেঁয়াজ ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাড়ার দোকানগুলোতে বিক্রি হচ্ছে যথাক্রমে ১৮০ ও ২০০ টাকা কেজি দরে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর বাজার গুলোতে পেঁয়াজের দাম ১০০ থেকে ১২০ টাকা কেজি ছিল। কিন্তু হটাৎ করেই যেন পেঁয়াজের ঝাঁজ বেড়ে দ্বিগুণ হয়। কেজিতে ৬৫ টাকা বেড়েছে বলে জানা যায়।  এমনটাই জানাচ্ছেন সাধারন ক্রেতারা।

শুক্রবার (৮ ডিসেম্বর) এক আদেশে ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে ভারত। মূলত নিজেদের দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারত সরকার আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার এ পদক্ষেপ নেয়।

এক বিজ্ঞপ্তিতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) জানায়, পেঁয়াজের রপ্তানি নীতি ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হবে, তবে তা সংশ্লিষ্ট দেশগুলোর অনুরোধের পর কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া প্রদত্ত অনুমতির ভিত্তিতে।