একুশে বইমেলার সময় ২ দিন বাড়ল

0
22
একুশে বইমেলা
একুশে বইমেলার সময় ২ দিন বাড়ল

অমর একুশে বইমেলা এর সময় আরও দুদিন বাড়ানো হয়েছে। আগামী বৃহস্পতিবার বইমেলা-২০২৪ শেষ হবার কথা থাকলেও সময় বাড়িয়ে তা শনিবার (২ মার্চ) সমাপ্ত হবে। আগামী ১ ও ২ মার্চ শুক্র-শনিবারও মেলা অনুষ্ঠিত হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার সময়সীমা দুদিন বাড়ানোর আবেদনে অনুমোদন দিয়েছেন। তাই বইমেলা আগামী ২ মার্চ পর্যন্ত চলবে।

বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা রাত ৯টার দিকে বইমেলায় ঘোষণা কেন্দ্র থেকেও মেলার সময় বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সদয় সম্মতিক্রমে বইমেলা দুদিন বাড়ানো হয়েছে।’