এ বছরের এইচএসসি বা সমমানের পরীক্ষা আগামী নভেম্বরের শুরুর দিকে শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করেন তিনি। এসময় এইচএসএসি নিয়ে এ আশা প্রকাশ করেন মন্ত্রী।
বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট-সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়।
এর প্রভাব পড়ছে এইচএসসি পরীক্ষার সময়সূচিতেও। কেননা এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে অন্তত দু্ই মাসের বিরতি প্রয়োজন।
চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২২ আগস্ট নির্ধারণ করেছিল সরকার। তখন বলা হয়, এ পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেওয়া হবে।