এখন এআই হ্যাক করবে কীবোর্ড থেকে পাসওয়ার্ড। সম্প্রতি এআই গবেষকরা এই কাজটি অনেক বেশি নির্ভুলতার সাথে করতে সক্ষম হয়েছেন।
সংবাদ মাধ্যম ম্যাসেবল জানিয়েছে, যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সারে এবং রয়্যাল হলওয়ে ইউনিভার্সিটি অফ লন্ডনের কম্পিউটার বিজ্ঞানীরা স্মার্টফোন মাইক্রোফোনের অডিও রেকর্ডিং ব্যবহার করে কীস্ট্রোকের বিভিন্ন রকম শব্দ শ্রেণীবদ্ধ করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যা দিয়ে ৯৫ শতাংশ নির্ভুলতার সাথে পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব।
পাবলিক প্লেস, অফিস বা শ্রেণীকক্ষে পাসওয়ার্ড দিয়ে যেকোনো একাউন্টে লগ-ইন করা বর্তমান সময়ে খুবই সাধারণ একটি বিষয়। কিন্তু এতে থেকে যাচ্ছে ঝুঁকি, পার্শ্ববর্তী যে কেউ এআই প্রযুক্তির সাহায্যে হ্যাক করতে পারে পাসওয়ার্ড। এমনকি জুম ব্যবহার করে কোনো মিটিং-এ যুক্ত থাকা অবস্থায় পাসওয়ার্ড ব্যবহার করলেও থাকছে একাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি।
এই ধরণের ঝুঁকি এড়ানোর জন্য গবেষকরা পরামর্শ দিচ্ছেন, পাসওয়ার্ডকে দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণের মাধ্যমে সুরক্ষিত করার। এছাড়াও বায়োমেট্রিক লগইন ব্যবহার করার এবং বড় ও ছোট হাতের অক্ষর সহ এলোমেলো পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তারা।