
ঈদ কবে হবে? রোজা ২৯ দিনে হবে নাকি ৩০। এই তারিখ নিয়ে অস্থিরতায় থাকে সবাই। এ কারণে আসন্ন ঈদুল ফিতরের ১০, ১১ ও ১২ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করেনি বাংলাদেশ রেলওয়ে।
আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে যেকোনো দুদিনের টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
জানা যায়, ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত ২৪ মার্চ। মূলত রেলওয়ে ১১ দিন আগে অগ্রিম টিকিট দেয়। টিকিট ক্রয়ের দিন ও যাত্রার দিনসহ মোট ১১ দিন হিসাব করা হয়। এ কারণে ২৪ মার্চ দেয়া হয়েছে ৩ এপ্রিলের টিকিট। এভাবে ২৫ মার্চ ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ ৮ এপ্রিলের অগ্রিম টিকিট এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের রেলের অগ্রিম টিকিট দেয়া হয়েছে।