ঈদ আনন্দে কক্সবাজারে ৫০ শতাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং

0
98
ঈদ আনন্দে কক্সবাজারে ৫০ শতাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং
ঈদ আনন্দে কক্সবাজারে ৫০ শতাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং

ঈদ আনন্দ মানুষের জীবনে বয়ে আনে অনাবিল শান্তি। ঈদের এই খুশিকে পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে মানুষ খুঁজে সামান্য ভিন্যতা। তাই ঈদে পর্যটন কেন্দ্রগুলোতে থাকে মানুষের ভীর।

এবার ঈদের ১০ দিন আগেই কক্সবাজারে হোটেল-মোটেল ও গেস্ট হাউসের প্রায় ৫০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স অ্যাসোসিয়েশন ও সৈকতের ব্যবসীয় সমিতি। তারা আশা করছেন আসন্ন ঈদকে সামনে রেখে লাখেরও বেশি পর্যটক সমাগম হবে কক্সবাজারে।

তবে কটেজ ও ফ্ল্যাট ব্যবসায়ীরা আগাম কক্ষ বুকিং দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তাছাড়া রমজানের শুরু থেকে কক্সবাজারে পর্যটক নেই-ই বলা চলে। একইভাবে পর্যটন জোনের সব ধরনের রেস্টুরেন্টও প্রায় ক্রেতাশূন্য থাকে। তাই অনেক রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়। পর্যটক না থাকায় বহু হোটেল-কটেজে চলে কর্মী ছাঁটাইয়ের ধূম। এতে পুরো রমজান ও ঈদে পরিবার-পরিজন নিয়ে বেশ কষ্টে দিন পার করতে হয় তাদের।