ঈদে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল

0
9
পদ্মা সেতুর প্রায় ৩১৬ কোটি টাকা পরিশোধ
পদ্মা সেতুর প্রায় ৩১৬ কোটি টাকা পরিশোধ

আসন্ন ঈদ উপলক্ষে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে অনুমতি দিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের।

মঙ্গলবার তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু পার হতে মোটরসাইকেলে সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন যান চলাচলের জন্য খুলে দেয়া হয় সেটি। ওইদিন রাতেই সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে ২৭ জুন থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।