ঈদের দিন মুশলধারে বৃষ্টি হতে পারে

0
71
বৃষ্টি
রাজধানীসহ সারাদেশে বৃষ্টি চলবে আজও

ঈদের দিন ৩ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ঈদুল আজহার দিন (সোমবার) দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ১৯ জুন থেকে দক্ষিণাঞ্চল ও ঢাকার দিকে বৃষ্টি শুরু হতে পারে।